অনেক দুঃস্বপ্ন
কঠিন বাস্তব
না মেলা হিসেব
জমিয়ে রেখেছি বহুদিন চাওনিতে
আটকে রাখতে দিয়েছি বাঁধ
উপচে পড়তে চেয়েছে আবেগ
নতুন প্রতিশ্রুতি
বানিয়েছে ব্যারিকেড
পুরু হয়েছে পাতা প্রতিনিয়ত
ঘাস বিহীন পিচে
তোমার ছোঁয়ায়
তল পেটে আজ জেগেছে শিহরণ
ঠাণ্ডা হাওয়ায়
জমেছে মেঘ
নামছে বৃষ্টি
ভিজতে চাইছে মন
আজ আর সামলাতে পারিনি
ভাসিয়ে দিলাম দুকুল
অন্ধ হওয়ার ইচ্ছে আর নেই
কান্না তো ভালো ।