বেলা বয়ে যায়
বেলা বেড়ে যায়
বেলা সরে যায়
বেলা কাছে চাই
বেলা ,জানিস আমার জিবনে
সুখের থেকে বেশি কষ্ট
নিজের দোষে রোজ হয়েছি নষ্ট
তবু কষ্টের মাঝেও তোকে পেতে ইচ্ছে করে
এমন আবদারে কি তোর রাগ ধরে ?
বেলা তোকে চেয়েছি পাশে রাখতে
কসমেটিকসের খালি বাক্স হাতে
আজ লিপ স্তিকের দাম শুনলেও ভয় লাগে
তুই বলিসনি ,তাও আমার ছোট লাগে
বেলা তোকে ভুললেই ভালো থাকব ,না ?
মিথ্যের সত্যিতে তোকে ভুলে যাব , না ?
ভাঙা চোরা লেখার মুল চরিত্রে থাকবি তুই
গলায় গজ দন্তের দাগ হয়ে উঠবে স্পষ্টতর