নহবতের বাজনা গুলোয়
কত মিলমিশ দেখোনা।
দেখতে ওরা বিভিন্ন আকার
বাজে এক সুরতান লয়ে তানা-না-না --
কেউ দেখ আছে চামড়ায় মোড়া
কারো শরীর বহু ছিদ্রতে ভরা
কারো বুকে বাঁধা এক বা অনেক তার
বৃন্দবাদনে এক ছন্দবন্ধে তাদের
ছন্দপতন কভু ঘটেনা।
এক সুরে ওরা হাসে আর গায়
এক সুরে করে যায় কান্না।
ঐক্যতান সুর গানে
নর্তক ও নর্তকীরা একসাথে নাচে
তা ধিন -ধিন -ধিননা।
ভিন্ন জাত ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ
এক সুরে কেন গায়না !
ঐক্যছন্দে মানুষ কেন যে
একপথে চলতে পারেনা!
বিপদে আপদে একটি মানুষ
একে অন্যের সহানুভূতি কেন পায়না!
শ্রদ্ধা প্রেমের মেলবন্ধনে ঘুঁচবে সকল
মনের আঁধার,দূর হবে যত যন্ত্রণা।