কবিতা:
মনের মাঝে পায় আশ্রয়
পরম আপন মন
কেউ জানেনা কেউ বোঝেনা
কোথায় কখন হারিয়ে ফেলে
মনমালিক,মহার্ঘ তার মন।
মন নিয়ে চলে মনের খেলা
ভুবনে অনুক্ষণ।
মন সওদা চলেনাকো
বিশ্বের কোনও বাজারে
মন বিনিময় চলে গোপনে
নির্জনে কিম্বা আঁধারে।
মন ছোঁযা নয় সহজকথা
শরীর ছোঁয়া নয় শক্ত
শিষ্য মেলে হাজার হাজার
মেলেনা পরম ভক্ত।
শ্রদ্ধা,ভক্তি, বিশ্বাস, ভাবে
মনকে নিয়ে ভিজিয়ে
শুদ্ধমনে করো সমর্পণ
প্রেম উপচারে সাজিয়ে।
প্রেমই জীবনে পরম সত্য
এর বিকল্প কিছু নাই
আলেয়ার পিছনে ছুটে নিত্য
মন ব্যর্থ হয় যে তাই।