কি দিয়েছি আর পরিবর্তে কি পেয়েছি
হিসেব করতে গেলে অঙ্ক মেলেনা
দেখি জীবনের জাবদা খাতায়
রয়ে গেছে বহু দেনাপাওনা।
হিসেব মেলাতে গেলেই হয় বিসংবাদ
তার চেয়ে বেহিসেবী হওয়া শ্রেয়
তাতে নেই দুঃখ জ্বালা আনেনা বিষাদ
মেনে নিয়ে মনেপ্রাণে সবকিছু প্রিয়।
ষড়ঋতুর খেলা চলেছে এই প্রকৃতিতে
ওরা আসে নানান বৈচিত্র্য নিয়ে
অবিরাম চলে জোয়ারভাটার খেলা
দেয় ঢেলে নিসর্গপ্রাণ সর্বস্ব উজার করে।
নির্ভিক সৈনিক সব বদ্ধ মানব,করে চলে সংগ্রাম সংসার প্রান্তরে
নিরন্তর আনন্দসুখ লেনদেন করে।
*******