অস্থির মন
বিনয় ভট্টাচার্য্য
মনের ভিতর কামনাবহ্নি
দাউ দাউ করে জ্বলছে
অতৃপ্ত হৃদয় বাসনা নিয়ে
জ্বলেপুড়ে শুধু মরছে।
কবোষ্ণ শরীরের তাপ উত্তাপ
নেই তার কোনও পরিমাপ।
কস্তুরী গন্ধে মত্ত পরান ছুটে মরে
বনে বনান্তরে নানা মনে,
ভ্রমরের মতো ফুলে ফুলে মধু
খেয়ে ফেরে সংসার উপবনে।
শুকনো পাতা ওড়ে বেসামাল
উন্মত্ত ঝঞ্ঝা প্রবল টানে
ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর
মায়াঘেরা ধরণীর প্রাঙ্গণে ।
********