বাঁধবো বলে তোমার সাথে;
ছোট্ট একটা ঘর,
আশা নিয়ে বসে আছি;
সারা জীবন ভর।

ঘরটি হবে দুটি কক্ষের;
থাকবে অনেক কিছু,
ঘরের মধ্যে থাকবো লেগে;
শুধু তোমার পিছু।

বলবো শুধু ভালোবাসি;
মুখে হাসি নিয়ে,
তোমার আমার ঘরটি ভরবে;
ভালোবাসা দিয়ে।

দু'জন মিলে সাজাবো ঘর;
হয়ে যাব ক্লান্ত,
দু'জন দুজনকে দেখে;
হয়ে যাব শান্ত।

ভালোবাসি ভালোবাসি;
সারাজীবন ধরে,
এমনি যেন ভালোবাসি;
মরণেরও পরে।

রচনাকালঃ ২১ জুন ২০১৯ খ্রি., শুক্রবার
সময়কালঃ ১০:১৫ মি. (পূর্বাহ্ন)

স্থানঃ মাসকান্দা, ময়মনসিংহ-২২০০, বাংলাদেশ