তোমার স্বপ্ন চুরি করে
দেখতাম তা আমি,
আমার চেয়ে অনেক বেশি
ভাবতাম তোমায় দামী।

আমার সাথে স্বপ্ন নিয়ে
কথায় মত হতে,
তোমার মনের মত আমায়
স্বপ্ন বুনে দিতে।

স্বপ্ন বুনে, স্বপ্ন নিয়ে
করতাম আমরা তাড়া,
স্বপ্নের জন্য আজো আমি
ঘর মাটি ছাড়া।

তোমার স্বপ্ন আমার স্বপ্ন
স্বপ্ন নিয়ে করতাম আড়ি,
তুমি স্বার্থান্বেশীর মত করলে
আমার স্বপ্ন চুরি।

রচনাকালঃ ৬ জুন, ২০১৭
সময়কালঃ ০০:৪৬ মিনিট