করছি স্বরণ এই বেলাতে,
সকাল বিকাল সন্ধ্যা রাতে,
তোমার পায়ে ফুল সাজাতে,
এসেছি আজ নব রূপে।
গ্রহণ করো এই প্রার্থণা,
পূর্ণ করো মন বাসনা,
দূর করে দাও সব যাতনা,
তোমার পায়ে এই মার্জনা।
দাও মা তুমি আমায় দীক্ষা,
দিয়ে যাও তোমার শিক্ষা,
তোমার কাছে এই ভিক্ষা,
পূর্ণ করো মন প্রতিক্ষা।
দাও মা তুমি উজার করে,
তোমার যা মনে ধরে,
আজ সব নিবো গ্রহণ করে,
আমার মনের ধন ভান্ডারে।
করছি বরণ তোমায় গানে,
ভক্তি নিয়ে হৃদয় মনে,
বলবো কথা তোমার সনে,
আজ মোরা এই আয়োজনে।
শিক্ষা দিয়ে দাও ভরিয়ে,
পৃথিবীর সব মানুষ কূড়ে,
তব আশ্রয়ে নাও বেড়িয়ে,
আমা হতে আমাকে কেঁড়ে।
রচনাকালঃ ৭/২/২০১৫ খ্রি.
সময়কালঃ ০০:২১