যেদিন আমি হারিয়ে যাবো
খুঁজবে আমায় কেহ,
শুধু আমার কিছু স্মৃতি
বইবে কিছু দেহ।

আমার দেহের প্রাণ পাখিটা
যাবে যখন উড়ে,
শুন্য খাঁচা পড়ে রবে
এই পৃথিবী জুড়ে।

এই পৃথিবীর সব কিছু আজ
ছাড়তে হবে আমায়,
আমার বিদায়ে অনেক কিছুর
হবে সমাহার।

সেও আমায় বিদায় দেবে
যেও বাসতো ভালো,
সে বাঁচবে নিয়ে
কিছু নতুন আলো।

সব কিছু রেখে যদি
চলেই যেতে হবে,
তবে কেন মিছে মিছি
এতো কিছু ভবে।

ভবই আমায় সব দিয়েছে
সবই নেবে কেড়ে,
একদিন চলে যেতে হবে
এই ময়ার ভবটা ছেড়ে।

তাই সৃষ্টিকর্তার কাজে
সময় কাঁটাতে চাই,
যাতে, পরবর্তীতে
সুখের জীবন খুঁজে পাই।


রচনাকালঃ ২০/০১/২০১৬ খ্রি.
সময়কালঃ ০১:০৯