হাজার লোকের ভিড়ে হয়তো
খুঁজছো না আর আমায়,
কিন্তু আমি শত ভিড়েও
শুধু খুঁজি তোমায়।
আজো তোমার রাস্তা পানে
শুধু চেয়ে থাকি,
যদি তুমি ফিরে আসো
মেলে দু'টি আঁখি।
তোমাতে আমাতে যদি
এমনই হবে,
তোমাতে আমাতে কেন
দেখা হলো তবে।
তোমার অপেক্ষায় আমি
বসে থাকি দিন রাতে,
যদি তুমি একবারও
ফিরে আসো তাতে।
তুমি আমি দু'জনেতে
ছিলাম অনেক সুখি,
তুমি চলে গেছো
হয়েছি আমি দুখি।
তুমি যদি সুখে থাকো
অন্য কারো নীড়ে,
আমিও সুখে আছি
হাজার কষ্টের ভিড়ে।
রচনাকালঃ ১৮/০১/২০১৬ খ্রি.
সময়কালঃ ১৩:৫৪