জানি, আমায় বাসবেনা কেউ ভালো,
কারণ, আমার জীবন আঁধার কালো।

জানি, আমায় নিবে না কেউ পিছে,
কারণ, আমার আলোটাই মিছে।

জানি, আমায় ডাকবেনা কেউ কাছে,
কারণ, অগ্নি আমার আছে।

আমি চাইনা কারো আশা,
কারণ, সবই মিথ্যে ভালোবাসা।

জানি, কেউ শুনাবেনা গান,
কারণ, আমার নেই প্রাণ।

মানুষের যে আশা, আকাঙ্ক্ষা আর হীত,
আমার মধ্যে নাই তা, আছে তার বিপরীত।

তাই তুমি থাকো ভালো,
তোমার জীবন করে আলো।
সাজাও নতুন করে,
মনের মতো কারো ঘরে।


রচনাকালঃ ১৭/০১/২০১৬ খ্রি.
সময়কালঃ ১৩:৫০