অনন্ত সুখের জন্য আমায় ছেড়ে,
চলে গেছ নতুন ঠিকানায়
তাই অনেক জানতে ইচ্ছে করে,
কেমন আছো নতুন ঠিকানায়।
নিশ্চই অনেক সুখে আছো,
সুখে থাকারই কথা, সুখে যদি নাই থাকবে,
তবে আমাকে ছেড়ে তো নতুন ঠিকানার কোন
প্রয়োজনই ছিলো না।
আরো অনেক জানতে ইচ্ছে করে,
নতুন ঠিকানার নতুন সুখের মাত্রাটাও কি অনেক নতুন,
অনেক আধুনিক।
নতুনত্বের ছুঁয়ায় সবাই নিজেকে এলিয়ে দেয়,
কিন্তু একটা সময় আসেসে, যখন আরো নতুন কিছু
আগের নতুনকে পুরাতন করে দেয়।
আমার ঠিকানা পরিবর্তণ করে নতুন ঠিকানা গ্রহণ করতে
পারিনি,
তাই রয়ে গেছি সেই পুরাতন ঠিকানাতেই।
তাই নতুন কেউ গ্রহণও করবেনা আমাকে।
তবে সেটাই আমি সুখের মনে করি, কারণ নতুন
ঠিকানায় গেলে সেটাতো আবারো পুরাতন হয়ে
যাবে।
নতুন ঠিকানায়, নতুন করে, নতুন ভাবে, নতুন
ভালোবাসায়, নতুন ছোঁয়ায় সাজিয়ে নাও নিজেকে
নতুন করে।
সুখে থাকো নতুন ঠিকানায়।
রচনাকালঃ ১৮/১০/২০১৫
সময়কালঃ ১৪:২৭