মুন্সীবাড়ীর একটি মেয়ে
নামটি তাহার সাথী
সেই ছিলো মুন্সীবাড়ীর
একমাত্র বাতি।

সেই মেয়েটি রাস্তা ধরে
নিত্যদিন যেতো
মুন্সীবাড়ীর ভয়ে কেহ
কথা নাকি কতো।

এক সময় একটি ছেলে
নামটি তাহার অন্তর
সেই মেয়েটির বুকের ভিতর
বেঁধেছিলো এক ঘর।

সেই মেয়েটি যেমনি
ভালোবাসতো ছেলেটিকে
ছেলেটিও বাসতোভালো
তেমনি মেয়েটিকে।

মুন্সীবাড়ীর মেয়েটির মনে
একটা ছিলো ভয়
সেই ছেলেটি যদি
তার না হয়।

ছেলেটিও এই কথাটি
চিন্তা করত শুধু
মেয়েটি ছাড়া তার জীবন
হয়ে যাবে ধু ধু।

মেয়েটি তার বাবাকে
কথাটি বলবে ঠিক করে
কিন্তু ভয়ে তার বাবা কে
বলতে নাহি পারে।

বলতে না পারার কারণে
একটা সময় এসে
মেয়েটির বিয়ে হয় অন্য
ছেলের কাছে।

অন্তর ঐ মেয়েটিকে
ভুলতে নাহি চায়
তাই অন্তর সারাজীবন
একা রয়ে যায়।

মেয়েটি আজ অনেক সুখি
অন্য কাউকে নিয়ে
শুধু একটা জীবন
গিয়েছে নষ্ট করে দিয়ে।


রচনাকালঃ ১৬/১০/২০১৫ খ্রি.
সময়কালঃ ১২:৩৫ মিনিট