নিকোটিন তুমিই হয়তো একমাত্র বস্তু যা মানুষকে কখনো কষ্ট দেয় না
তোমার নিজেকে পুড়িয়ে অন্যকে দাও সুখানুভূতি, অন্যকে করো শীতল
এই কাজটা ক'জনে পারে।
সবাইতো পারে শুধু অন্যকে পুড়াতে।
নিকোটিন,
তোমার প্রতিটা স্পর্শ, তোমার আচ্ছাদন, তোমার চুম্মন যে প্রশান্তি বয়ে দেয়, একে বারে শুরুর দিকের প্রেমও বোধ হয় এত সুখানুভূতি দেয় না।
ছেড়ে যাওয়ার পরই কিন্তু তোমায় সবাই আপন করে নেয়।
তাই বলে তুমি কিন্তু কখনো ছেডে যেয়োনা নিকোটিন।
কারণ তোমাতেই যে রয়েছে বিরহত্তোর সুখ।
রচনাকালঃ ৩ জুন, ২০১৭ খ্রি.
সময়কালঃ ২২:১০ মি.
স্থানঃ ময়মনসিংহ-২২০০।