একটি নীড়ে হয়নি সুখ;
পূর্ণ হয়নি আশা,
অন্য নীড়ে আছে সুখ;
আছে ভালোবাসা।

নতুন নীড়ে সুখ খুজে নাও;
নিজের মত করে,
তোমার জন্য কেউ পথ চেয়ে;
আছে জনম ধরে।

পূর্বের নীড় ভুলে গিয়ে;
নতুন নীড়ে উঠো,
অতীতকে ভুলে গিয়ে;
বাঁচার স্বপ্ন দেখো।

যে যাবার সে গেছে;
অন্য কেউ কি নেই?
যার বুকে মাথা রেখে ভাববে;
শুধু তাকেই।

সিআরপি, সাভার লাইব্রেরী
০৭/০২/২০১৪