ভালোবাসার কথা শুনে;
পেতাম আমি ভয়,
তোমার সাথে দেখা হলো;
পেলাম অভয়।
তুমি মোরে শেখালে;
ভালোবাসা কী?
তুমি মোরে জানালে;
এর আসক্তি।
তুমি মোরে দেখালে;
ভয় ভাঙার পথ,
আমার হাতে হাত রেখে;
করলে শপথ।
তোমার রূপে মুগ্ধ আমি;
হলাম দিশেহারা,
তোমার কথায় আমি;
গেলাম পাগল পাড়া।
তোমার আশায় আমি যখন;
থাকি চেয়ে পথে,
মনে হয় জীবন ধন্য হয়েছে;
যদিও বসে রথে।
যখন তোমার দেখা মেলে;
পথের কিণারে,
মনেহয় মনের আধার গেছে;
ধূরীভূত হয়ে।
আশার ভেলা যখন;
শেষ হয়ে আসে,
তখনই আমার মন;
আনন্দেতে ভাসে।
যখন তোমার সাথে;
আমার কথা হয়,
কেঁটে যায় সব অশান্তি;
থাকেনা কোন ভয়।
আমার জীবনে একটি আশা;
পূর্ণ যেন হয়,
তোমার সাথে হয় যেন;
শুভ পরিনয়।