একুশ আসলে ফিরে আসে
মনে উদ্দিপনা,
মনে পড়ে ভাষার কথা
মনে পড়ে সেই হানা।
একুশ একুশ করে আমরা
মাতাই শুধু দেশ,
কিন্তু আমাদের মনে একটুও নাই
মাতৃভাষার রেষ।
মাতৃভাষা মাতৃভাষা
করে আমরা মরি,
মাতৃভাষার জন্য আমরা
নাহি জীবন দিতে পারি।
জীবন দিয়েছে রফিক সালাম
জীবন দিয়েছে বরকত,
জীবন দিয়ে প্রমাণ করেছে
ভালবাসার করসত।
তাদের রক্তে ভেসেছিল দেশ
দেশে হয়েছিল বান,
রক্ত দিয়ে তারা স্বদেশ প্রেমের
দিয়েছে প্রমাণ।
আজকাল এমন প্রমাণ
মেলা বড় ভার,
ভাষার জন্য এমন ত্যাগ
পাওয়া যায় না আর।
যা আজকাল পাওয়া যায়
তা নিজ স্বার্থে,
নিজ স্বার্থ ছাড়া পাওয়া
যায়না অন্য অর্থে।
বর্তমানের ভালোবাসা
চাইনা আমরা আর,
চাই, সবাই দেশকে ভালবাসুক
কেঁটে যাক দেশের অন্ধকার।