মানুষ হয়ে জন্মেছিলাম
তারপর আবার মানুষ হতে চেয়েছি
আসলেই কি মানুষ হতে পরেছি ?
মানুষ কি?
শুধুই রক্ত, মাংস আর কিছু ধমনী
মানুষ হওয়া কি এতো সহজ?
আমি তো মানুষ খুঁজে পাই না
রক্ত মাংসের খোলসে সব পশু
কিছু শান্ত কিছু হিংস্র
তবু মানুষ তো পাই না
মানুষের মত কি করেছি?
যা করেছি, ও কিছুনা
শুধুই মানুষ হওয়ার অভিনয়
মনুষ্যত্বের মৃত্যু হয়েছে
যদি কেউ প্রশ্ন করে,আমি কি মানুশ না?
যদি মানুষ হতাম
তনুর অভিশাপে অভিশপ্ত হতাম না
তার বাঁচার আকুতিতে ভারি হতনা বাতাস
তার বিপরীতে কি দিয়েছি?
কিছু সস্তা প্রতিবাদ
কিছু সস্তা আক্ষেপ
ঘরে বসে সস্তা শ্লোগান
তনু মাফ করিস
আমরা যে মানুষ হতে পারিনি
মাথার ভেতর কেমন যেন ঝি ঝি করে
যখন তোর নিথর, নিঃস্পন্দন মুখ ভেসে ওঠে
একটাই আফসোস ,মানুষ হতে পারিনি