বেঁচা থাকা আর মৃত্যু দুটোই আজ সমান
মানুষ গুলো সব মরার মত বেঁচে আছে
জীবনের কোন গল্প নেই আনন্দ নেই
বেদনা নেই কষ্ট নেই ভালবাসা নেই
তাদের জীবনের কোন মূল্য নেই।
রক্তমাখা ভোতা অনুভব
বৃষ্টিহীন রুক্ষ বর্ষায় গোলাবারুদের খরাতাপ
এক দুই একশো পাঁচশো হাজার তার শুধু সংখ্যা মাত্র।
ঘরে বাহিরে রাস্তা পথে ছাদে বেলকুনিতে
যোয়ান বুড়া বুকের মানিক পুচকে খোকা
চোখ গলিয়ে মাথা ফেড়িয়ে দেওয়ালে মৃত্যু আঁকা।
ইট পাথর কংক্রিটের মূল্যের কাছে
তারা শুধু সংখ্যা মাত্র এক দুই পাঁচশো হাজার
দেশটা যে রাজার
বাঁচার কি অধিকার? এইসব চেতনাহীন থার্ডক্লাশ প্রজার।