তুই যে আমার মা, আমি তোর ছোট্ট ছাঁ
তোরে বিদায় দিয়ে কোন পরানে সইব সেই ঘা।
ছোট্ট যখন ছিলি মাথায় হাত বুলিয়ে করতি চুলে বিলি
কুড়ি বছরের ধারণ হৃদয় কি মানে বারণ কি করে সবি ভুলি।
দুই বছরের ছোট্ট তুই করতি কত বায়না
বাবা আমায় কিনে দিও চিরনী আর আয়না।
মধ্যি রাতে ভাঙলে তোর ঘুম আমার পিঠে আলতো করে দিতিস একটা ধুম
বাবা ও বাবা দুটি টাকা দিবে মিষ্টি খাব, বলতাম আমি বাজে ক’টা
সংখ্যা শিখেছিস সবে তখন এক দুই পাঁচ তাই বলতি দু'টা পাঁচটা।
আধো আধো বুলি কত কথার ডুলি, খাওয়ার বেলায় আমি খাব বলে টানতি আমার থালি।
ফুল খুকী তুই, আমার ছোট্ট মেয়ে আশ্রু কেন ঝরছে তোর নয়ন বেয়ে।
বিধির এইতো নিঠুর বিধান আজ যে করতে হবে কন্যা সম্প্রদান।
বিদায় বেলায় বিধির তরে এইতো ফরিয়াদ, কন্যা যেন থাকে আমার দুধে ভাত।