জীবনের নৌকা চলে
ভালবাসার পাল তুলে
মাঝি আমি একলা বসে কিনারায়
এসো যদি সখী তুমি
প্রাণ ভাসাবো অজানায়।
তোমার কত ছল-চাতুরী
জানি আমি মাঝিগিরী
একলা পেলে বারে তোমার বাহাদুরি
নির্বিষ তুমি, তবু হও শিকারি
আমি তো অবোলা নারী
সব ভুলে হই যেন কোন সে আদরী।