মেয়েটা আমার খুব স্মার্ট অনেক বুদ্ধিমতী
শক্ত হাতে ধরছে সংসার চাবি, যার কারনে জ্বলছে সুখের বাতি।
শুধু ওর শাশুড়িটা বেশ খানিক ত্যারা
এমন দজ্জাল মহিলা! যেন এ যুগের হিটলার,
আঁট পৌঢ় বুড়ি হিংসায় ভরা সব নাড়িভুঁড়ি
তা না হলে এমন লক্ষ্মী ছেলের বউ যার
কোন আক্কেলে সময় আসময় মুখ ভার ?
আর যাই হোক মেয়ে আমার ওসব নিয়ে ভাবেনা
ওরা দুজনেই অনেক সুখী, ঐ বুড়ির সাথে থাকেনা
থাকবেই বা কেন?
ডিজিটাল যুগের মেয়ে কেমনে থাকে খুমচি বুড়িটাকে নিয়ে?
ওর জামাইটাও খুব ভালো ওকে ছাড়া একটুকুও চলেনা
বেতনের সব টাকা ওর হাতে গোঁজে! নিজের কাছে একটুকুও রাখেনা।
আর রাখবেই বা কেন? যার এমন লক্ষ্মী বউ!
দুনিয়ায় চলতে তার কি প্রয়োজন আছে অন্য কেউ?
ওদের দুজনকে নিয়ে আমি অনেক সুখী! যার নাই তুলনা
ক্ষণে ক্ষণে খবর নেয়, ফোন করে মা বলতে ভোলেনা।
এমন লক্ষ্মী ছেলে! কোথায় পাওয়া যায় দশ গ্রাম ঘুরে?
ছেলের কথা কি আর বলব?
ছেলে আমার বোকাসোকা দিন দুনিয়া কিছুই বোঝেনা
চোখ বুঝে খরচ করে কোথায় কি ব্যায় হল একটুকুও খোজেনা
ডাইনি একটা বউ আনছে ঘরে সব সময় থাকে তার ডরে।
বেতন পেলেই সব দেয় বউয়ের হাতে
খরচ তো সেই করে, বোকা ছেলে চোখ বুঝে গেলে শুধু দেখেনা কি পরল পাতে।
আগে তো বেশ ভালই ছিল, ডাইনির সাথে ঘড় করে কত খানি বদলে গেল।
ওকে যে এত করে বলি,
তোর সংসারেই তো জোড়াতালি কি বোধে ভরাস শশুর-শাশুরির ঝুলি?
কে শোনে কার কথা! চুপি চুপি সব ঢালে আমার ধার ধারেনা।
জানেন ভাবি ওকে নিয়া আর পারিনা।