লক্ষ মায়ের আহাজারি আকাশ বাতাস করেছে ভারী
ক্ষুধার জ্বালায় দিবানিশি গাধার খাটুনী খাটা
তবু না থামে অধীশ্বরের বাড়াবাড়ি।
ওরা শ্রমিক আছেন কি কোন দাদা?
ওদের পক্ষে লড়াই করে গায়ে মাখবেন কাদা
ভুরু উচিয়ে হাত খিঁচিয়ে দুই এক কলম লিখে খানিক পরেই সব সাদা।
নেতাজী পয়সা ওয়ালা শিল্পপতি বুদ্ধিজীবী ভাই ভাই
নোংরা ওরা, করুক খানিক আন্দোলন, পুড়ে হয়ে যাক ছাই
নেতা আমি এত কিছু দেখলে কি সাজে? সময় কি আছে?
গলা চটিয়ে মাইক ফাটিয়ে কালকে দেব বলে
মালিক শ্রমিক ভাই ভাই, নিরাপদ কর্মস্থল চাই
এইতো সাম্যর গান ভালবাসার আহ্বান
আজ বরং বুদ্ধিজীবী শিল্পপতি মিলে ফাইভ স্টারে এসির বাতাস খাই।
এইতো মোদের নেতা দিলটা মায়ার থলী
সবই আছে ঠিক, সবার সাথে গলাগলি
ওদের বেলায় না হয় খানিক জোড়াতালি।
নির্বোধ আমি রুখতে পারবোনা অসায়তা
ভালোবাসার ছলে গিঁটের তলে তাদের জন্য এই কবিতা।