তোমায় বলি শোন হে শ্রাবণ, কি রূপে ঝাড়িতেছ এত বর্ষণ?
একবারও কি ভাবলেনা কৃষকরাও হতে পারে অতি আপন
বারির ধারায় নালার পারের আমনের ক্ষেত গুলা গেছে সব তলে
উজান ডুবলে? মাইক্রোক্রেডিট আমায় খাবে গিলে।
দিনের বেলা লুকোচুরি, রাতে মেঘের খুনসুটি
খালি পেটে মুগ্ধতা লাগে কি আর ভালো
রাত পোহালে চাই যে সূর্যের আলো।
ঋণ নিছি চড়া সুদে, শোধ করব ফসল তুলে
দুঃখের কথা, মুগ্ধতায় যাই কি করে ভুলে
ফসল না থাকলে, খেটে মরব বাপে ছেলে।
বিধাতা বাঁধিয়াছে কি মায়াবী সতত সুন্দর তোমার রুপ
ইচ্ছে করে সাঁতার দিয়ে খুজি খানিক সুখ।
দেখে তিস্তার ঢল, আঁখি ভরে আসে জল
চিত্তে রাখা যত অভিলাষ, এক নিমিশে হয় সর্বনাশ
ফারাক্কার ঐ করাল গ্রাসি জলে সব কিছু যাই ভুলে।
কষ্টে ফাটে বুক যখন দেখি ডুবান্ত ফসলের মুখ।