ওরে ও দরিয়ার পানি, না বুঝি তোর কাহিনী
ভিটা ছাড়া করলি তুই, করলি বিবাগীনী
দেখাতে পারিতাম যদি ছিঁড়িয়া অন্তর খানি
কত শত কষ্টে কাটে দিন যামীনী।
শ্রাবণ শেষে আসে শরতের শিউলি দোলা ভোর
তবু না কাটে তোর বীভৎস খেলারই ঘোর।
ধন নিলি জন নিলি, নিলি সব সম্বল
প্রয়াস যত বাঁচার, সবই হল বিফল।
তুই তো সেই বান্ধব, ভিটেমাটি সবই করলি অর্ণব
একি তোর মায়া? অপরাহ্ণে ফেলিলি কৃষ্ণের ছায়া
দুধের শিশুটারেও করলিনা একটুকু দয়া।
যার আছে তোর মালিকানা, সেই বিধাতার দ্বারে
এই তো শেষ ফরিয়াদ মানি!
স্বর্গ বাসিনী হয় যেন বুকের মানিক যাদু ধনি।