সাধ্য কি আমার
ঠেকাই তোমার  বুলডোজার
বুঝবে কি দুঃখ তার
সংসার যার তিন চাকার।
বুঝবে কি দুঃখ তার
সংসার যার তিন চাকার।
পেয়েছ কি এক ছল
তিন চাকার যানজটে রাস্তা অচল।
কোন পাষাণে, কি নিদারুণ
এক জনম খাটুনীর সম্বল
স্বপ্নের গাড়ী খান করলে বিদারণ।