রংপুর রাইডার্স আছে কিছু টাইগার্স, আরো কিছু ফাইটার্স
সব বাঁধা ডিঙ্গিয়ে, সব রং ছড়িয়ে জয়ে ফেলবে নিঃশ্বাস।
ফ্যান আছ যত রাখ সবাই দৃঢ় বিশ্বাস
ব্যাটে বলে, প্রতিপক্ষের তুলবে নাভিঃশ্বাস।
হামরা হলাম অংপুরা চেংরা,
হামার সাতে না করবু নখরা
হামার বল মারবার গেলে হয়্যা যাবু ব্যাকরা।
গোবিন্দগঞ্জ থ্যাকা তেতুলিয়া, আছেন বাহে যত
তোমরা সবে জাগো,
চেংরা গুলা কাংক্যা খেলছে
তোমরা সবে দেখ।
পলি জমা কাঁচা মাটির কি সুন্দর ঘ্রাণ!
রবি শস্যর ভাণ্ডারে, হয় যে সেরা ধান।
পুষ্টি বলে মারব নানান রঙের বাণ
জয়, জয়, জয় হবে নিশ্চিত! বাঁধিয়া সব দলের প্রাণ।