জেলার মশাই লিখছেন ক্যান আমার পেশা কৃষি
আপনার জেলেই তো ২৫ বছর বেশ ভাল আছি।
কৃষকের তো গোলা ভরা ধান গোয়াল ভরা গরু
আমার যৌবন তো হয়েছিল জেলখানায় শুরু!
লিখে দেন পেশায় আমি হাজতী
প্রিজন সেলের ডাল খেয়ে এইত বেশ আছি।
সুপ্ত আশা নিয়া মনে
শালিক জোরাও ঘর বাঁধে নির্জন কোন বনে
শুধু আমার ঠাই হয়না পৃথিবীর কোন কোনে?
কৈশোর বিদায় বেলাতেই এনেছিলেন ধরে
যৌবন পেরিয়ে বৃদ্ধ হলাম অশান্তির নীড়ে।
বাপ মরল মায় মরল হারিয়ে ছাওয়ার দিশে
নির্লজ্জ রাষ্ট্র, সোনা জাদুর স্বপ্ন মারল যাঁতাকলে পিষে।
এই বয়সে থাকত নাতি-পুতি, গিন্নী সাজিয়ে দিত পান
ভুড়ার ডাবরিত হাল ধরে দিতাম ভাওয়াইয়া টান।
দিন মাস বছর গেল যুগ পেরিয়েও দিলেন না কোন সাঁজা
থালা বাটি কম্বল এই দিয়ে মহা সম্বল
আমায় করে রাখলেন শ্রী রাজ্যর রাজা
পঁচিশ বছর পরে বুঝাতে আসছেন জীবন অনেক সোজা।
যামিন বেলায় ছোট্ট একটা আর্তি আমার রাখেন
যৌবন যদি না দিতে পারেন ফিরে
হজতীদের রক্ষার পেশা আজ থেকে দেন ছেঁড়ে।