ভাললাগার অনুভূতি গুলো ক্রমেই ভোঁতা হয়ে যাচ্ছে
আপনজনরা দূরে দূরে হাঁটছে
তবে কি সমায় ফুরিয়ে যাচ্ছে ভাল থাকার ?
কয়লা পোড়ানোর ধোঁয়া গ্রাস করছে প্রাচীন সবুজ অঙ্গ।
যারা ভালবেসে কাছে টানত তারাই আজ বাকা পথে হাঁটছে
ভাললাগার বনিয়াদ গুলো নিয়ে করছে ব্যাঙ্গ !
যে মা একদিন বলেছিল বাঁচাতে হবে সব বাঘ
তার কণ্ঠেই ধ্বনিত হচ্ছে সনির্বন্ধ রাগ।
কোথা হতে এলো কিছু গোপাল
ছলে-বলে কলেকৌশলে করিল একি মহা চুক্তি
জনগণকে দিতে হবে অন্ধকার হতে চির মুক্তি!
তাইতো করিতে হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রামপাল।
গোপালদের পরামর্শে মায়ের মন গেল ভরে
বিনিশ্চয় করিলেন তিনি আজ থেকে সব বাঘ কাঁদবে আমার ডরে
জনতার মঞ্চে খর্খরে কণ্ঠে দিলেন ভাষণ
যখন মানুষ পায়না ছায়া বাঘের জন্য এত কেন মায়া।
মা গো তোমায় জীবনের সবটুকু আর্তি রেখে বলি
ডিজিটালের নামে আমায় মেরনা তুমি পিষে
আমায় মারলে তুমি বাঁচবে বল কিসে।