করে অপমান কেরে নিয়ে ধন দিতে এসেছ ত্রাণ
বাপ-দাদার ধন ছারিবনা আর এদেহে থাকিতে প্রান
কোমলতা দেখেছ দেখনি হতে পারি কত শক্ত
আমাদের দেহেই বইছে সিধু-কানুর রক্ত ।
চেন কি তোমরা কে সিধু কে কানু ...?
ব্রিটিশরা দেখেছে তাদের বাণ হতে পারে কত শক্ত
৭১ এ পাকবাহিনীও দেখেছে কত লাল সাঁওতালের রক্ত।
ছাপ্পান্নয় উন্নায়নের ওসিলায় নিয়েছ পৈত্রিক সব সম্পত্তি
নির্দ্বিধায় দিয়েছি করিনি একটুকুও আপত্তি।
ছলে-কলে ভিটা নিয়া দিয়েছিলে আশ্বাস
এই ভূমিতে আঁখ ছাড়া হবেনা কিছু চাষ
তবে কেন আজ পাই তাতে ধান ভুট্টা তামাকের আভাস।
বলতে পার ?
যে মাটি ৭১ই হয়েছে পবিত্র
তাতে আজ কেন শ্যামল হোমব্রমের রক্ত?
চোখের সামনে নিজ ভিটায় স্বজনদের করেছ রক্তাক্ত
জ্বালিয়ে দিয়েছ শেষ আশ্রয় খর-কুটার ঘর-বাড়ী
সে কথা কি কশ্মিন কালেও ভুলিতে পারিব
সিধু-কানুর রক্তের আমরা যদি আমরা কেউ হই
বাগদা ফার্মের এই ভিটা তোদের ছাড়া করবই