ঝুম বৃষ্টির রাতে মনে পরে তোমাকে
তুমি আসো নীরবে বৃষ্টি ভরা নিশীতে
শব্দহীন তুমি নির্বাক আমি
যতনা ঝরে শ্রাবণের বারি ধারা
তার থেকেও অধিক ঝরে দুই নয়ন ধারা।।
জলে ছল ছল দুই চোখ স্বপ্ন দেখে আবার
নতুন দিগন্তের, নতুন প্রেরণায় নিরাঙ্কুস ভালবাসার
সুপ্ত বাসনা জেগে উঠে হৃদয়ে শব্দহীন আবেগে।।
পুরান স্মৃতি হয়না ইতি
সাড়া দেয় ভেজা চোখের পাতায়
বৃষ্টি ভেজা এক ভালবাসার দিনে বলেছিলে তুমি ওগো প্রিয় সাথী
তোমায় খুজে পাই আমি বৃষ্টির প্রতি ফোঁটায়
মিশে আছ তুমি হৃদয়ের প্রতি পাতায় ।।