দুঃখিত মা ক্ষমা করে দিও
তোমার যোগ্য সন্তান হতে পারিনি
কাঁটাতারে ঝুলে ছিল যখন ফেলানির লাশ
শুধু নির্বাক তাকিয়েছি করতে পারিনি প্রতিবাদ
সাগর-রুনির বিচার চেয়েই হয়েছি ক্লান্ত
করতে পারিনি ওদের আত্মাকে শান্ত।
দুঃখিত মা ক্ষমা করে দিও
রক্ষা করতে পারিনি আজ তনু মিতু রিশা খাদিজা
আরও নাম না জানা হাজারও ফুটান্ত গোলাপকে
রক্ষা করতে পারিনি উত্তরের ছোট্ট সোনামণিদের।
দুঃখিত মা ক্ষমা করে দিও
ভুলে গেছি তোমার সূর্য সন্তান সোহ্রাওয়ার্দী শেরেবাংলা ভাষানী দের
কলঙ্কিত করেছি বঙ্গবন্ধু জিয়ার আদর্শ ওরা আজ ব্যবসার মূলধন
খেলছি রক্ত খেলা ওদের আদর্শ নিয়ে
বেচছি ওদের স্বপ্ন সস্তা দরে নিজ স্বার্থ হাসিলে।
দুঃখিত মা ক্ষমা করে দিও
৭১ তোমার বীর সন্তানরা এনেছিল যে পয়গাম
তা আজ বঞ্চিত নির্যাতিত কলঙ্কিত
স্বার্থ হাসিলে সেই রীরদেরকেই করছি রক্তাক্ত ক্ষত বিক্ষত।