আমায় তুমি সস্তায় পাবে না’ক পাতে
গিন্নি কাঁদবে চুলায় বসে কর্তা কাঁদবে হাটে
মুখ বাঁকিয়ে কৃষক কাঁদবে ক্ষেতে।
মাংস ঝুলিয়ে রাত্রি শেষে আরও কাঁদবে কসাই
কে আমি জানো? আমি পেঁয়াজ মশাই!
যখন যা ইচ্ছে! ইচ্ছে মত দর বসাই।
কান্নাকাটির ভিড়ে হারিয়ে যাবো!
জনতা চোষা কোন সে সাধুর গোপন কোনো নীড়ে।
মঞ্চে উঠে বুক ফুলিয়ে, গলা তুলিয়ে দেবে সে মিষ্টি একখান হাসি?
এ! এ নয়ত ঢের বেশি! দর যে সবে আশি!
চাল খাচ্ছ সত্তরে, ঝাল খাচ্ছ শতে
দু, এক দিন পেঁয়াজ না খেলে, অশুদ্ধ হবে না’ক তাতে।
এর পরেতে বাজার থেকে হটাৎ করে হাওয়া!
দিগুন দর না দিলে আমায় যাবে না’ক পাওয়া।
পকেট ঝারিয়ে, থলে বারিয়ে যতই থাক আশায়
শেষ বেলাতেও পাবে না’ক সস্তায়।