ধ্যাততরি! নেতার খ্যতা পুড়ি
নেতার কি অভাব? চুরিই যার স্বভাব?
ইঁদুরে কাটে বাঁধ! বানভাসির পেটে নাই ভাত।
মশাই তো দিছেন বি.এ, এম.এ পাশ
দশের মালে কেন এত হাঁসফাঁস?
বাঁধ টা গেল জলে, ভরলেন নিজের থলে!
মূর্খ মানুষ! টেন্ডারের কি বুঝি?
বান আসলে তাই আশ্রায় খুজি।
কত শত পাশ দিয়ে ভরছেন বিদ্যার থলি
সে কি মশাই, বিবেকের ভাণ্ডার দেখি একেবারে খালি?
দাঁত কেলিয়ে হাসছেন কেন? দেখে জামার তালি।
কয়দিন হোল বন্ধ রুটিরুজি
বানের জলে ভাসছে ঘটি বাটি
সম্বল গরু-বাছুর ধান-চাল সব পুঁজি।
তালিকার নামে তামাশা বাদ দেন
রিলিফ দিলে দেন, না দিলে ভাগেন।