চাটতে নেতার পা, মাথা করছ ভোতা
আমলা হতে তাই চাইছো কোটা
শত মোহরে অন্তর করছ শক্ত
কি বা যায় আসে
ঝরলে তোমারই ভাইয়ের রক্ত।
কার সুখে ঝরাও ভাইয়ের রক্ত
তুমি কোন শকুনের ভক্ত।
আপন ফাঁদে পরবে যখন তোমার পা
দেখবে তখন কত আপন তোমার সে নেতা।
চুরিতে চুরিতে নেতা তোমার জমিদার
সন্তান তাহার বিলেত পড়ুয়া, পায়েই লক্ষ টাকার মল
কত অন্ধকারে তোমার সংসার
নুন আনতে পান্তা ফুরায়, তেল কিনতে জল।
কপট ফাঁদে তোমার পা, অন্তরে বিঁধেছে বিষের ঘা
গণেশ উল্টিয়ে নেতা যখন বিলেতে
সহমত ভাই চোখ খুলে দেখ উন্মাদের হাতে রাম দা
কত শত আসছে আজ নেতার নাম ভোলাতে।