তোমাদের সেবায় দিবা-নিশী আমি হাজির
দেখছ এমন নজির!
হাতে আমার শত কাজ
তবু কমে দিয়েছি পাঁচ!

মাঠ যখন ফাঁকা
তবে চলি খানিক আঁকাবাঁকা।

ব-কলম তোমরা
এসবের কি বোঝ
সব কাজে সুযোগ খোঁজ।

আমার বাক্স তো এমনিতেই ভড়া
করি না হয় খানিক মশকরা।