মেয়ে তুমি কি এখনও আমায় ঘৃণা কর?
নাকি একটু খানি ভালও বাস!
সেই যে কি একটু খানি ভুলে
কত খানি বদলে গেলে।
মনে কি পরে তোমার......
মেঘলা আকাশের নিচে ঝিরঝির বৃষ্টি
মুগ্ধতায় হারিয়ে সুখের দৃষ্টি
অপলক দারিয়ে থাকতাম
দেখতে বিধাতার অপূর্ব সৃষ্টি।
বলতে তুমি!
এই জ্বর হবে তো!
ছাতা আনলেই পারতে!
অথবা দরকার কি ছিল এতো কষ্টের।
বলতাম আমি
হোক না হয় একটু খানি জ্বর
তবু তুমি যেন হয়েনা মোর পর।
ওগো শীতের কাঁথা
তুমিই তো মোর বর্ষার ছাতা।
তোমায় নিয়ে লিখব আমি
হাজার খানেক কবিতা।