আমার ছোট্ট সোনা, লক্ষ্মী সোনা
তুই মান করিসনা
তুই যে আমার টিয়া পাখী ময়না!
তোরে কিনে দেবো আমি হীরা মতির গয়না।
হাজার দুঃখের মাঝে তুই যে সাত রাজার ধন
নাড়ি ছেঁড়া ধন তুই কত যে আপন
রাত পোহালো, ঘুমা এখন আর করিসনা দেরি
নবান্নের পড়ে ফসল বেচে
তোকে কিনে দেবো আমি উড়াল পঙ্খী গাড়ী।
ঘুমা এখন, আর করিস না আড়ি
তোরে পেয়ে ভরে গেছে আমার ছোট্ট বাড়ী।