কবি কুলের শিরোমণি
কত কবিতায় করেছো ঋণী
কে শোনাবে আর যৌবনের গান
কার কবিতায় শতবার মুগ্ধ হবে প্রাণ।

বেদানার অঙ্কুরিত কষ্টের কবিতা গুলো
বিষাদে ছোঁয়া সুখের কবিতা গুলো
কত শতবার ছুঁয়ছে হৃদয়।

হে তেজস্বী যৌবনের রণ হুংকার
মিছিলে ডাকার রাহাবর
আমি ধূলিকণা সমেত অতি ক্ষুদ্র পাঠক
হরেক রকম কষ্টে মুগ্ধ হয়েছি অযুত লক্ষ নিযুত।