ইকড়ি-মিকড়ি পানের পিকরি
করবি চুরি
দুই বুড়ীর গুয়ার ছিকড়ি
টুক টুক গাল
করবি খুব লাল।
দাদু বলবে ঐ দেখ
পাগলার বেটি ছড়ি নিয়া এল।
দুই জনে এক পিঠে বসে
ধরবি দাদুর কান
ঘপাৎ করে দিবি দুই টান
চল ঘোড়া ডান-বাম।
মেঘ-বৃষ্টি কি যে সৃষ্টি
ফুল-পাখি আঁকি-বুকি
বাবা কিন্ত অনেক সুখী।
মা হল আলা ভোলা
একটু খানি গাল ফুলা।
ধুক-পুক করে বুক
ওরে আমার সুখ-দুখ
কবে দেখব তোদের মুখ।