জোনাকির আলো গুলো যদি আমার হতো
তারা গুলো তোমায় দিয়ে দিতাম
দোতালা বাড়ীর ছাদে বসে মুগ্ধতা কুরাতাম
মাঝ রাতে ঘুম ভেঙ্গেগেলে তোমায় দেখে মুগ্ধতায় আচ্ছন্ন হতাম।
আকাশের মালিকানা যদি পেতাম
নীল গুলো সব তোমায় লিখে দিতাম
উরান্ত মেঘের পিঠে সওয়ার হয়ে দুনিয়া ঘুরতাম
আড়াল থেকে তোমায় দেখে! তোমাতে বুথ হতাম।
চাঁদটা যদি বন্দি হত আমাতে
পূর্ণিমাটা তোমার জন্য রেখে দিতাম
অপূর্ণ স্বাদ আমার! তোমাতেই উসুল করতাম
শাজাহানের সমায় যদি জন্ম নিতাম
তাজমহল গড়াটা শিখে নিতাম
ইতিহাস বদলে তোমার নামটা লিখে রাখতাম।
সোনালী স্বপ্ন গুলো ছুটি দিয়ে
তোমার পানে হেটে যেতাম
সখি দুই ভুবনে তোমাকেই ভালোবাসতাম।