আমার বুকটা কষ্টে থৈ থৈ
তাইতো মাঝে মধ্যা
একটু খানি জুড়িয়ে নেই।
তুমি তো আছ ভীষণ ভালো
বুকে তোমার পূর্ণ চাঁদের আলো
চাঁদ! নাকি নক্ষত্র!
যার প্রতি কণা পবিত্র
যে জ্বলে দিবা-রাত্র।
যার ছোঁয়াতে শুত্রুও হয় মিত্র।
নাকি সে মুক্ত কলির দুল
যার ছোঁয়াতে ফোটে কাননের সব ফুল।  
তার অমানিশায় হোক না হয় কিছু ভুল।
সুখের বন্যায় ভাসিয়ে দিক তোমার সকল কুল।