দেখছ আমাদের কত হ্যাড্যাম?
দিছি আল্টিমেটাম!!
ভুল ধর যদি আমাদের রীতি!
থাকবেনা কোন গতি।
নিঃস্ব হয়ে দেশ ছারতে হবে রাতারাতি।
তোমার কত সাবাস?
তুলনা কর! কর কত বাহাজ!
পদ টা দিল কে?
কেমনে গেছ ভুলে?
সোজা কথায় কাজ না হলে
মারব আঁছার, শুন্যে তুলে।
হাকিম নড়ে, হুকুম না নড়ে
সেসব যে এখন নড়বড়ে।
আছে আমাদের হাজার হাজার সেনা
ধার ধারিনা, বিচার, রাষ্ট্র, কিংবা জনতা
দিনের শেষে আমারই তো কাজী
ভালোমন্দে থাকতে হবে রাজি।