গণতন্ত্র! তোর রঞ্জে রঞ্জে বিষ
তোকে দেখে
নুর হোসেনের রক্ত টিটকারিতে বাজায় শিস
তুই তখন তার
যখন যাকে ক্ষমতা দিস
তোকে নিয়ে খেলা করে নৌকা, ধানের শীষ।
কালের বিবর্তনে শিকেয় তুলে জনতন্ত্র
মহাপ্রলয়ে হইলি যখন দলতন্ত্র।
বিধি বাম, ছুটল আমজনতার ঘাম
মঞ্চে উঠল বাছাই করা কিছু নাম।
শেরে বাংলা, সোহরাওয়ার্দী, ভাসানী দের
কুলুপ মেরে, লাগাম ধরল তোর জম
যার দরুনে, করুণ বিবর্তনে হইলি স্বজনতন্ত্র।
বল তো দেখি, থাকলে কোন মন্ত্র
যার করনে ফিরে আসবে আমতন্ত্র।