বিদ্যা বুদ্ধিয় ঠাসা খোকা, সমাজে তাহার অনেক নাম
সমাজ পতির সাথে তাল মিলানোই আসল কাম।
বাবা তুমি বুড়ো হয়েছ বোঝনা তো এই সমাজের কিছু
এখন তো তোমার জন্য শতেক বিপদ লাগছে আমার পিছু।
দুধে আলতা বরন বউ খোকার লাট সাহেবের মেয়ে
সকাল বিকাল শাড়ী পাল্টায় পড়শিরা দেখে চেয়ে।
বাবা আপনি একদম সেকালে! লুঙ্গী পড়ে বেলকুনিতে দারান কেন বিকেলে?
ভাবিরা জানে যদি আপনি আমার শ্বশুর! স্ট্যাটাস তো নষ্ট হবে অকালে।
খোকারও আছে খোকা-খুকী তারা নাকি সান অ্যান্ড ডটার
ফট ফটিয়ে ইংলিশ বলে গেট আউট অফ হেয়ের দিস্ ইজ মাই অর্ডার।
দাদু তুমি বড্ড গেঁয়ে সারাদিনই বুড়ীর ছবির পানে থাক শুধু চেয়ে
দুনিয়া এখন আল্টা মর্ডান! বারবিকিউ পার্টিতে কেমনে যাব নিয়ে।
তোমার তো শেষ সম্বল ভাম্রা বুড়ীর পুরান একটা ফটো।
সেলফির এই যুগে এক ছবি বার বার দেখতে লাগে অনেক এঁটো।
রাজ মহলে থাকে খোকা, পা বেরোলে সঙ্গে থাকে কোটি টাকার গাড়ী
ভুলেই গেছে বুকুল তলায় কুঁড়ে ঘরটায় পোতা আছে নাড়ি।
আমার খোকার দুইটা কুকুর ইংরেজিতে রাখছে তাদের নাম
সকাল বিকাল চাইনিজ ফুড খাওাতে নফরের ঝরে কত ঘাম।
দু পয়সার বুড়া আমি গেঁয়ো ভূত! এই মহলের একমাত্র খুঁত।