হিঃ হিঃ একটু খানি হাসি
কে দেয় সোনার ছেলের ফাঁসি?
দুয়েকটা একটা খুন কি আর অপরাধ
হাসির ছলে করছে বাছা, হয়েছে একটু স্বাদ
এই বয়সে, এ তো বড়ই ছোট আহ্লাদ।
থাকলে বাছা শ্রীঘরে
এত বড় মাঠ! সামলাবে বল কে?
ফাঁক ফোঁকরে কখন ঢোকে কাউয়া শকুন চিলে?
তাইতো সব নথী, খেয়ে ফেলেছি গিলে।
চুপটি করে রও, আর না কথা কও
জানো কত লম্বা, সেই ক্ষমতার রশি
টু শব্দ টি করলে, বাজবে তোমার বাঁশি।