আমি মানুষ
শুধু কোট টাই পরা ভদ্রলোকের মতো মানুষ না
মঞ্চে উঠে সাইরেন বাজিয়ে গলা ফাটিয়ে চিৎকার করা মানুষের মতো মানুষ না
শুধু কলে কিংবা ঠেলায় চড়া মানুষের মতো না।
আমি সব
সাতশো কোটির বিশাল এক সমুদ্র।
আমার উপর আস্তা রেখ ঠকবেনা অন্তত
আমায় যদি ভালবাস পুড়বেনা কখনো।
যদি বন্ধু হও পাশে এসে শুধুই বন্ধু
সোহাগ শিমুল কিংবা দ্বাদশের সহপাঠী প্রিয়তীর মত।
মুঠো মুঠো অভিমান অভিযোগ দুষ্টুমি নিখুঁত বন্ধুত্বই পাবে কারণে অকারণে।
যদি আমায় মনে রেখ হৃদয়ের কোন কোনে
এক ফোঁটা জলও খরচ হবেনা বিরহী ক্ষণে।
যদি আমায় ঘেন্না কর ঘেন্নাপিত্তির মত
অটুট মমতাই পাবে কফিলউদ্দিনের মত।
আমার উপর আস্তা রেখ
আমি শুদ্ধো মানুষের জাত
মানুষের নুন্যতম দুঃখও আমাকে কাদায় মানুষের মত।
আমার কলিজা হৃদপিণ্ড ফুসফুস সবই মানুষের
আমার হৃদয় জুড়ে শুধু মানুষ আর মানুষ।