পহেলা বৈশাখ ১৪২৭
চারিদিকে বইছে নিঠুর করোনার বাতাস
তারি মধ্যে উতলে উঠছে চাউল চোরের সাবাস।
নেতাজী খুক কেশে ফুক হেসে গড়গড়িয়ে চায়
এরা সবাই আবুল নাকি? নাই করোনার ভয়!?
দেশের স্বার্থে দশের স্বার্থে দুই চারি দিন না খেয়ে থাক
ওরে সব মুর্খ অবিদিত উলুখাগড়া মানুষের স্যাঙাত।
মনে আমরা শত আচর আসিয়াছে নতুন বছর
এইতো সুযোগ, পাইছি এত দিনে
কবিগুরুর কাছে থাকবোনা আর ঋণে।
গুরু যে গাইলেন গান…
"রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি"
আমি নেতা ভাবি দেশের কথা ভাবি সাহিত্যের কথা
তোমার সব মুর্খ অবিদিত কি ভাব অযাথা।