ওরে হাউসের বধূ
বসন্তে সোনা চান্দি যাদু
দায় ফুরালে পচা কদু!
সেই যে গেল বলে? ভুলিনি তো আর
ময় মুরুব্বী সবাই গলার হার
শীত গ্রীষ্ম কি বর্ষায় বসন্তের বাহার
এই তল্লাটের সবাই পিতা মাতা আমার
উঠতে বসতে স্মরণ করিব বারবার।
ছেলে ছোকরা সবাই জ্ঞাতি ভাই
হিস্যা দেব যদি একটি দানাও পাই।
হইল একি ব্যাধি? না জানিল নিধি
বৈশাখেই সবি যে গেল ভুলে
কে কোথাকার? কারে নেব তুলে
ছ্যারা-বুড়া সবাই তো ছাই
নাই তো কেউ মূলে।
ব্যামো সারিতে গেল পঞ্চ বছর
পুরান ভিটায় পরিল সোনার পায়ের আঁচড়
ঘরে বাইরে শুরু হইল খচর খচর।
বধূ আমার জন্মের সাধু
মুখ ফুটিলে ঝরে অঝর মধু
দরকার হলে খুলে দেবে বুকের পাঁজর।